ফের ভেস্তে গেছে মারিউপোল থেকে উদ্ধার পরিকল্পনা

০৭ মার্চ ২০২২

মারিউপোল থেকে বেসামরিক মানুষদের উদ্ধারে পরিকল্পনা আবারও ভেস্তে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ শহর থেকে দুই লাখ মানুষকে সরিয়ে আনা যাবে বলে আশা করছিল আন্তর্জাতিক রেডক্রস। মারিউপোল থেকে কিছু নিরাপদ পথ খোলার জন্য কাজও শুরু করেছিল কয়েকটি টিম। কিন্তু এরপরই আবার লড়াই শুরু হয়ে গেছে।

 

আন্তর্জাতিক রেডক্রস বলছে, রাশিয়া ও ইউক্রেন বেসামরিক মানুষদের উদ্ধারের ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও কীভাবে এটা করা হবে, সে বিষয়ে তারা একমত হতে পারেনি।

রেডক্রস বলছে, তারা এ আলোচনায় সহযোগিতা করছে, কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধবিরতি বা এর বাস্তবায়নের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছে না।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর