মন্তব্য
মিয়ানমার সরকারকে দেওয়া ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। শুক্রবার এক বিবৃতিতে ইউএসএআইডি কর কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের প্রেক্ষাপটেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে।
ইউএসএআইডির বিবৃতিতে আরো বলা হয়, এই অর্থ মিয়ানমার সরকারেরর কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
রয়টার্স