মন্তব্য
আমাজনের দক্ষিণ আমেরিকার পেরুর অংশে গভীর বনাঞ্চলের একটি অংশ থেকে ঠিকরে বেরোচ্ছে সোনার আলোর ছটা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) তোলা ওই রহস্যজনক ছবিতে দেখা যাচ্ছে, আমাজনের বড় বড় নদীর পানিতে বয়ে যাচ্ছে তরল সোনার স্রোত। জলের ধারার মতো। নদীগুলো যেন হয়ে উঠেছে ‘তরল সোনার নদী’!
ভূপৃষ্ঠের ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে সেই তাক লাগানো ছবি প্রকাশিত হয়েছে নাসার ‘আর্থ অবজারভেটরি’র ওয়েবসাইটে।
নাসার আর্থ অবজারভেটরির তরফে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন উইলকিনসন জানান, ওই পানির উপরে পড়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার জন্যই মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতে মনে হচ্ছে যেন তরল সোনার স্রোত বয়ে যাচ্ছে পেরুর আমাজন বনাঞ্চলের ওই অংশের নদীগুলোতে।