মঙ্গলে জলীয় বাষ্প

১৪ ফেব্রুয়ারী ২০২১

মঙ্গল গ্রহে মিলেছে সুপেয় পানির স্তর। মঙ্গলীয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের একটি পাতলা স্তর লক্ষ করা গেছে। ইউরোপীয় ও রাশিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা এসব তথ্য জানান।

ইউরোপীয় ও রাশিয়ান মহাকাশ সংস্থার একটি অরবিটার এই নতুন তথ্য আবিষ্কার করেছে। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) এবং রাশিয়ান স্পেস এজেন্সি (রোসকোমোস) ২০১৬ সালের ১৪ মার্চ এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার পাঠিয়েছিল। ওই বছরের ১৯ অক্টোবর সেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। দীর্ঘ প্রায় পাঁচ বছরের মাথায় সেই অরবিটার থেকে এলো এই দারুণ আবিষ্কারের তথ্য।

বিজ্ঞানীরা জানান, এক্সোমার্সের মাধ্যমে তারা মঙ্গল গ্রহের বায়ুুমণ্ডলে জলীয় বাষ্পের একটি হালকা স্তরের উপস্থিতির চিহ্ন পেয়েছেন। বিজ্ঞানীদের বক্তব্যÑ এই বাষ্প থাকার অর্থ সেখানে হয়তো কোনো একসময় প্রাণের অস্তিত্ব ছিল।

ইউরোপীয় ও রাশিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা জানান,


মন্তব্য
জেলার খবর