মন্তব্য
বিদায় ঘণ্টা বেজে গেছে আওয়ামী লীগ সরকারের। আল জাজিরা ক্ষুদ্র একটি অংশ প্রকাশ করেছে, এতেই ভয়ে কম্পন শুরু হয়েছে তাদের। প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটিও সদুত্তর দেওয়া হয়নি। তারা শুধু প্রত্যাখ্যান করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার(১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।
এমকে