ভোটাধিকার প্রয়োগে হস্তক্ষেপ করবে না সরকার  

১৪ ফেব্রুয়ারী ২০২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনে ভোটারদের অবাধ ভোটাধিকার প্রয়োগে কোন ধরনের হস্তেক্ষেপ করবে না সরকার । শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। 

 

ওবায়দুল কাদের বলেন, আগের তিন ধাপের নির্বাচনের ধারাবাহিকতায় চতুর্থ ধাপের নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। শেখ হাসিনা সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূলবোধের প্রতি শ্রদ্ধাশীল। 

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর