নিয়ম মানা হয়নি ৯৬ ভাগ ভবন নির্মাণে

১৪ ফেব্রুয়ারী ২০২১

রাজধানীর ৯৬ ভাগ ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এসব ভবন নির্মাণের পেছনে মানুষের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও জড়িত। এছাড়া ভবন নির্মাণে তদারকি, লোকবলের সঙ্কট ও জবাবদিহিতা না থাকাও অন্যতম কারণ। এমন কথাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে  ‘নগর সংলাপে’ এই বিষয়ে কথা বলেন তিনি।

 

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। দায়িত্ব যতটুকু তার চেয়ে দ্বিগুণ দায়িত্ব দিলে কাজের অনিয়ম হতে পারে। কোনো এজেন্ডাকে সঠিকভাবে পালন করতে পারবে না। তিনি আরও বলেন, ঢাকাকে বাসযোগ্য আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে হাতিরঝিল থেকে বনানী পর্যন্ত এবং ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবে রূপ দিতে প্রকল্প নেওয়া হচ্ছে। এই উদ্যোগের সঙ্গে নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ সব বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা শহরে যতগুলো খাল আছে- তাতে একটি হাতিরঝিল নয়, এরকম অনেক হাতিরঝিল নির্মাণ করা সম্ভব।

 

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি) এই সংলাপের আয়োজন করে। সভাপতিত্ব করেন  সংগঠনের সভাপতি মতিন আবদুল্লাহ ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি ড. আকতার মাহমুদ। আলোচনায় অংশ নেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. শহিদুল্লাহ মিনু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর এবং খাল উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. আবুল কাশেম, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, স্থপতি ইকবাল হাবিব, পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ  মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অমিতোষ পাল ও হেলিমুল আলম প্রমুখ। 

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর