খুশি মতো বক্তব্য প্রশ্রয় দেবে না আ.লীগ

১৪ ফেব্রুয়ারী ২০২১

নিজের দলের কেউ খুশি মতো বক্তব্য দিলে, সেটা কোনোভাবেই প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ। কোনও অরাজনৈতিক বক্তব্য সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মাহমুদা বেগমের বক্তব্যর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৩ ফ্রেব্রুয়ারি) সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন।

 

ওবায়দুল কাদের আরও বলেন, প্রকৃত তথ্য জানতে  তার  (মাহমুদা বেগম ) সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তার বক্তব্যের অডিও এবং ভিডিও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী শক্তি বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। কিন্তু নতুন প্রজন্ম এখন সঠিক ইতিহাস জানতে পারছে। বিএনপি এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক এবং মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক।

 

এমকে


মন্তব্য
জেলার খবর