শনিবার (১৩ ফেব্রুয়ারি ) দেশজুড়ে এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন করোনার টিকা নিয়েছেন।টিকাদান শুরুর পর থেকে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসুচি শুরু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিভাগভিত্তিক ঢাকায় ৫৪ হাজার ৬৯ জন, ময়মনসিংহে আট হাজার ৯০ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ৭১৮ জন, রাজশাহীতে ২২ হাজার ৭৪ জন, রংপুরে ১৭ হাজার ৫৪২ জন, খুলনায় ১ হাজার ২৭৮ জন, বরিশালে সাত হাজার ৫১৩ জন এবং সিলেটে ১৬ হাজার ৮৭ জন টিকা নিয়েছেন।এর মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ২৭ হাজার ৪৩ জন এবং নারী ৬৭ হাজার ৩২৮ জন। ঢাকা মহানগরীতে টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৬৫৩ জন এবং নারী আট হাজার ৯১১ জন।
টিকাদান কর্মসুচি শুরুর দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয়দিন (৯ ফেব্রুয়ারি) এক লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন টিকা নিয়েছেন। ১২ ফেব্রুয়ারি, শুক্রবার হওয়ায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।
এমকে