২৪ ঘণ্টায় ১৩ করোনা রোগীর মৃত্যু

১৪ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। পাশাপাশি এই রোগ থেকে সেরে ওঠেছেন ৩৭৪ জন। ২ দশমিক ২৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনের। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ২৬৬ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। এখন পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ০৯।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৯৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৭১টি। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী। বিভাগভিত্তিক ঢাকায় ৭ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে দুই জন করে এবং সিলেট ও ময়মনসিংহে একজন করে রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর