নৌকায় ভোট দেওয়ার সময় তিন যুবক আটক!

১৪ ফেব্রুয়ারী ২০২১

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে জাল ভোট দেওয়ার সময় ৩ যুবককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ভোট চলাকালে নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় (পিল্লাপাড়া) কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শামীম রেজা, মাসুদ রানা এবং আকাশ আহম্মেদ। তিনজনের বাড়িই পিল্লাপাড়া মহল্লায়। এদিকে বাগসারা কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মাইক্রোবাস ভাংচুর ও ধাগধানী কেন্দ্রে সংর্ঘষের খবর পাওয়া গেছে। সংঘর্ষকালে সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দাদের কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় ১১ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। আহদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ওআইআর/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর