প্রথম প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

১৫ ফেব্রুয়ারী ২০২১

ভালোবাসা দিবসে দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানিয়েছেন, নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ প্রভার।

একটি ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, প্রভার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন এ অভিনেত্রী।

এছাড়া ওই সাক্ষাৎকারে প্রভা জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা।


মন্তব্য
জেলার খবর