ইলন মাস্ককে আমন্ত্রণ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

০৭ মার্চ ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে যুদ্ধ থামলে তাঁর দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

 

স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি এ সফরের অপেক্ষায় আছেন।

 

ইলন মাস্ক ইউক্রেনের জন্য ট্রাকভর্তি স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এ টার্মিনালের মাধ্যমে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।

 

রাশিয়া যেভাবে ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, তার ফলে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে। ইউক্রেনের সরকার তাই ইন্টারনেট সেবার জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর