খালাস পেলেও তিরস্কৃত ট্রাম্প

১৫ ফেব্রুয়ারী ২০২১

কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলার ঘটনায় প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে আবারও রেহাই পেলেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি এক মেয়াদে পর পর দুইবার পার্লামেন্টের নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন। আর ক্ষমতা ছাড়ার পর শুধু তাঁকে নিয়েই উচ্চকক্ষে অভিশংসনের বিচারের আয়োজন হলো।

রিপাবলিকান সিনেটররাসহ অভিশংসনপ্রক্রিয়ায় যুক্ত ডেমোক্র্যাট নেতারা মনে করেন, চূড়ান্তভাবে সিনেট থেকে অব্যাহতি মিললেও অভিশংসনপ্রক্রিয়ার আয়োজনের মধ্য দিয়ে ট্রাম্প কম তিরস্কৃত হননি; এর প্রভাব সুদূরপ্রসারীই হবে।  

 সিএনএন, এএফপি, রয়টার্স, ও বিবিসি


মন্তব্য
জেলার খবর