মন্তব্য
মিয়ানমারের শিক্ষার্থীরা জান্তা সরকারের বিরুদ্ধে রবিবার নবম দিনের মতো বিক্ষোভ চালিয়েছে। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩৪৪ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
দেশটির নির্বাচিত নেতা অং সান সু চিসহ গণতান্ত্রিক নেতাদের মুক্তি দাবিতে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে মিছিল করছেন। তারা সাদা পোশাক পরে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন।
এদিকে রাজধানী নেপিডোতে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানিয়েছেন।
রয়টার্স