মন্তব্য
ভারতের কৃষকদের আন্দোলনের সমর্থনে এগিয়ে এলেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৃষকদের কল্যাণের ওপর দেশের কল্যাণ টিকে রয়েছে।
তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হয়ে সেখানে যাননি। সারা জীবন যারা সবার মুখে অন্ন জুগিয়েছেন, সেই কৃষকদের জন্য গেছেন।
তিনি আরো বলেন, আমার একটাই দাবি, যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা যেন কৃষকদের স্বার্থের বিরুদ্ধে না যায়। কৃষকরা কী পরিমাণ পরিশ্রম করেন, তা সবার জানা। কৃষকদের কল্যাণের ওপরই দেশের কল্যাণ এবং আমাদের সবার কল্যাণ নির্ভর করছে।
এবিপি