দ্বিতীয় বিয়ে করছেন দিয়া মির্জা

১৫ ফেব্রুয়ারী ২০২১

মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা। বিয়েতে একেবারেই কোনো আড়ম্বর চাইছেন না দিয়া মির্জা।

দিয়া এবং বৈভবের বিয়েতে কোনো সংগীতের আয়োজন যেমন হবে না, তেমনি বসবে না মেহেন্দির আসর।

পরিবার এবং ঘনিষ্ঠ ৫০ জনের উপস্থিতিতে দিয়া মির্জা দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধবেন বলে খবর।

জি-নিউজ


মন্তব্য
জেলার খবর