মন্তব্য
ব্রাজিলে রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রিও ডি জেনেরিও উৎসব।
নাচে-গানে মনোরম বিশ্বের অন্যতম রঙিন, জাঁকজমকপূর্ণ ও জনপ্রিয় উৎসব রিও কার্নিভাল নজর কাড়ে সবার।
প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ অংশ নিলেও করোনার কারণে এবার অত্যন্ত সীমিত পরিসরে হচ্ছে আয়োজন। তবুও সাম্বা'র তালে আসেনি একটুও কমতি।