রিও ডি জেনেরিও কার্নিভাল শুরু

১৫ ফেব্রুয়ারী ২০২১

ব্রাজিলে রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রিও ডি জেনেরিও উৎসব।

নাচে-গানে মনোরম বিশ্বের অন্যতম রঙিন, জাঁকজমকপূর্ণ ও জনপ্রিয় উৎসব রিও কার্নিভাল  নজর কাড়ে সবার। 

প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ অংশ নিলেও করোনার কারণে এবার অত্যন্ত সীমিত পরিসরে হচ্ছে আয়োজন। তবুও সাম্বা'র তালে আসেনি একটুও কমতি।


মন্তব্য
জেলার খবর