করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৩২৬

১৫ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত ৮ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা  শনাক্ত হয়েছে ৩২৬ জনের। সুস্থ হয়েছেন ৪৬২ জন।২ দশমিক ৫৩ শতাংশ  নমুনায় করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।  

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনের। মারা গেছেন ৮ হাজার ২৭৪ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ০৫। 

 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২২৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০০টি। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী। বিভাগভিত্তিক  ঢাকায় ৫ জন, রাজশাহী, বরিশাল, এবং ময়মনসিংহে ১ জন করে রয়েছেন।  সবাই হাসপাতালে মারা গেছেন।

 

 

এমকে


মন্তব্য
জেলার খবর