টিকা নিলেন ৯ লাখের বেশি মানুষ

১৫ ফেব্রুয়ারী ২০২১

টিকাদান কর্মসুচি শুরুর দিনসহ সাতদিনে করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ৪২৬ জনের।টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার  টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ জন, নারী ৫৬ হাজার ৫০৫ জন।  বিভাগভিত্তিক ঢাকায় ৪৫ হাজার ৯৪ জন, ময়মনসিংহে সাত হাজার ৩৫৭ জন, খুলনায় ১৯ হাজার ৮০২ জন, বরিশালে ৯ হাজার ১৯৮ জন, সিলেটে ১৩ হাজার ১৯৬ জন, চট্টগ্রামে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ১৮ হাজার ৯৬৫ জন ও রংপুরে ১৫ হাজার ২১৮ জন টিকা নিয়েছেন। ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে  টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। 

 

দেশজুড়ে টিকাদান শুরুর প্রথম দিনে (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) এক লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) ২ লাখ ৪ হাজার ৫৪০ জন এবং ৬ষ্ঠ দিন (১৩ ফেব্রুয়ারি) এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন।১২ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।

 

এমকে


মন্তব্য
জেলার খবর