স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। জঙ্গিবাদ দমনে সফলতার কারণে আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে তারা। তারা এখন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুসংগঠিত একটি বাহিনী।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছে। করোনাকালে পুলিশের ইতিবাচক ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের আক্রমণ যখন শুরু হলো, মানুষ মারা যেতে শুরু করল, তখন আমরা দেখলাম ভিন্ন পুলিশকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এমকে