চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভার ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের কাছে এই সন্তুষ্টির কথা জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। একই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয় এসব পৌরসভায়।
ইসি সচিব জানান, ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। নরসিংদীর চারটি ভোটকেন্দ্রে কিছু অনিয়মের কারণে প্রিসাইডিং কর্মকর্তা সেখানে ভোট বন্ধ করে দেন। নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়। শরীয়তপুরের ডামুঢ্যায় দুটি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়। বাকি ৫০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রতি ঘণ্টায় নির্বাচন কমিশনের কাছে পাঠানো রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন এবং গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাদের কাছে মনে হয়েছে- ভোট ভালো হয়েছে।
এমকে