চার পয়েন্ট হারালো বাংলাদেশ

১৫ ফেব্রুয়ারী ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। এর ফলে আইসিসি টেস্ট  র‌্যা কিংএ চার রেটিং খুইয়েছে বাংলাদেশ। তবে সিরিজ জিতে ৩ রেটিং পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শুরুর আগে রেটিং ছিলো ৭৭ বাংলাদেশের ছিলো ৫৫।  আর ক্যারিযবিয়দের ছিলো ৭৭। 

সিরিজ শেষে বাংলাদেশের রেটিং কমে ৫১-তে নেমেছে। র‌্যাংকিংএ নবমস্থানে আছে টাইগাররা। আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৮০। অস্টমস্থানে রয়েছে তারা।

 

আইসিসি টেস্ট র‌্যাংকিং :

১. নিউজিল্যান্ড ১১৮

২. ভারত ১১৮

৩. অস্ট্রেলিয়া ১১৩

৪. ইংল্যান্ড ১০৮

৫. পাকিস্তান ৯০

৬. দক্ষিণ আফ্রিকা ৮৯

৭. শ্রীলংকা ৮৩

৮. ওয়েস্ট ইন্ডিজ ৮০

৯. বাংলাদেশ ৫১


মন্তব্য
জেলার খবর