দেশের সাধারণ সব বীর মুক্তিযোদ্ধার জন্য মাসিক ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইলেক্ট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন ১২ হাজার টাকা পান। এরপর কেউ ১৫ হাজার, কেউ ২০ হাজার পান। সেটা না করে সবাই ২০ হাজার টাকা পাবেন। তিনি বলেন, পদবীধারীদেরটা একটু আলাদা থাকবে। সবাইকে একসঙ্গে ভাতা দেওয়াটা ভালো। কারণ, সবাই তো মুক্তিযুদ্ধ করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এখন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ৩০ হাজার, নিহত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে ২৫ হাজার, আর বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। বীর উত্তম খেতাবধারীরা ২৫ হাজার টাকা, বীর বিক্রমরা ২০ হাজার টাকা এবং বীর প্রতীকরা ১৫ হাজার টাকা পান। এগুলোকে এত ভাগ ভাগ না করে মোটামুটি এক জায়গায় নিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে, হিসাব-নিকাশ করে বা ট্রাস্টের সঙ্গে বসে তারা এটি ঠিক করে দেবে।
এমকে