ডিম-ভাত-ডাল-সবজি ৫ রুপিতে

১৬ ফেব্রুয়ারী ২০২১

পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ও প্রধান প্রশাসনিক দফতর নবান্ন থেকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘মায়ের রান্নাঘর’ বা ‘মা কিচেন’-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাত্র পাঁচ রুপিতে মিলবে ডিম-ভাত। পাশাপাশি থাকবে ডাল এবং একটি সবজিও।

আপাতত কলকাতার ১৬টি অফিসের ক্যান্টিনে এই খাবার মিলবে। তবে আগামী দিনে গোটা রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘এই কর্মসূচিটি সাধারণ মানুষের জন্য। গরিব মানুষদের জন্য মায়ের নামে এই কিচেনগুলো চালু করা হচ্ছে। পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ। পরীক্ষামূলকভাবে আপাতত শুরু করা হচ্ছে। তবে আস্তে আস্তে গোটা রাজ্যে তা শুরু করা হবে। আর এই কিচেন চালাবে স্বনির্ভর গোষ্ঠীর ছেলেমেয়েরা।’

সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর