মন্তব্য
টিকা প্রদানের পাশাপাশি বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এই লক্ষ্যে ফেডারেল সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চারটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোয়ারেন্টাইনের জন্য হোটেল নির্দিষ্ট করা হয়েছে। করোনার তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
অন্যদেশ থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সনদ থাকলেও কানাডায় এসে বিমানবন্দরে আবার পরীক্ষা করতে হবে। যারা অন্যদেশে করোনার টিকা নিয়েছে তাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে।