সূচকের পতন, বেড়েছে লেনদেন

০৭ মার্চ ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৬ মার্চ) সূচকের পতন দেখা গেছে।  আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। কমেছে সিংহভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। একই চিত্র দেখা গেছে চট্রগ্রাম  স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে)।

ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৫৭ দশমিক ৮৮, ডিএসইএস ১০ দশমিক ৯৬ ও ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৬৩৮ দশমিক ৬৩, ডিএসইএস এক হাজার ৪৩১ দশমিক ০২ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪৩৮ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়ায়। আগের কার্যদিবসে তুলনায় লেনদেন বেড়েছে ৭ কোটি টাকা, লেনদেন হয় ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকা। রোববার ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টির এবং কমেছে ২৪৭টির। বাকি ৩৪টির অপরিবর্তিত ছিল।

অন্যদিকে সিএসইর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১ হাজার ৬৬৭ দশমিক ৬২ পয়েন্টে এবং সিএএসপিআই ১২৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৪৪ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। ২৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৫৮টির এবং ৩১টির অপরিবর্তিত ছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর