মন্তব্য
ক্রিস্টিনার বয়স মাত্র ২৩ বছর, এর মধ্যেই ১১ সন্তানের মা হয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সন্তানের ‘সেঞ্চুরি’ পূরণ করতে চান এ নারী। ক্রিস্টিনার স্বপ্ন- একসময় শতাধিক বাচ্চা খেলা করবে তার ঘরজুড়ে।
রুশ বংশোদ্ভূত ক্রিস্টিনা উজটার্ক ও তার স্বামী গালিপ উজটার্ক থাকেন জর্জিয়ায়। সেখানকার একটি বড় হোটেলের মালিক ক্রিস্টিনার স্বামী। অর্থাৎ এ দম্পতির অর্থের কোনো অভাব নেই।
তারা বাচ্চা খুব ভালোবাসেন। দুজনই চান, তাদের ঘরজুড়ে বাচ্চারা খেলা করে বেড়াক। সেই শখ পূরণে চেষ্টার কমতি রাখছেন না কেউই। এ দম্পতির ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে গর্ভ ভাড়া পদ্ধতিতে।
আইরিশ মিরর ও আনন্দবাজার পত্রিকা