মন্তব্য
অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নালায় মাছ ধরতে গিয়েছিলেন ৬৯ বছর বয়সী এক ব্যক্তি। ঘণ্টাখানেকের মধ্যেই ফেরার কথা ছিল তার। কিন্তু সেটা আর হয়নি। এরপর থেকেই নিখোঁজ ওই বৃদ্ধ।
গত শুক্রবার দিবাগত রাতে খালের মধ্যে ওল্টানো নৌকা খুঁজে পান দায়িত্বশীল কর্মকর্তারা। নৌকাটির ক্ষয়ক্ষতি দেখে তারা ধারণা করেন, ওই ব্যক্তির ওপর কুমির আক্রমণ করেছিল।
গত শনিবার খালটিতে ধরা পড়ে একটি চার মিটার লম্বা কুমির। হত্যার পর তার পেটে নিখোঁজ ওই ব্যক্তির শরীরের কিছু অংশ খুঁজে পাওয়া যায়। এরপর রোববার রাতে হিনচিনব্রুক দ্বীপের কাছে ধরা পড়ে তিন মিটার লম্বা আরও একটি কুমির। সেটিকেও হত্যা করেছেন অস্ট্রেলীয় পরিবেশ ও বিজ্ঞান বিভাগের কর্মকর্তারা।
দ্য গার্ডিয়ান