বিয়ে করলেন দিয়া মির্জা

১৬ ফেব্রুয়ারী ২০২১

সোমবার লাল রঙের শাড়িতে সেজে আবারও বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী  দিয়া মির্জা। বিয়ের পর হাতজোড় করে বেরিয়ে আসেন দিয়া মির্জা। সোমবার ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে মুম্বাইয়ে শুভ কাজটি সারলেন তারা।

পরিবার ও অত্যন্ত ঘনিষ্ঠ মিলিয়ে ৫০ জন বিয়ের অনুষ্ঠানে হাজির হন, যার মধ্যে অন্যতম অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি ও গৌতম গুপ্তা। গতকাল দুপুরে অদিতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যা দেখে স্পষ্ট হয়ে যায়, দিয়া মির্জা ও বৈভব রেখির বিয়ের অনুষ্ঠান কার্যত শুরু হয়ে গেছে। 


মন্তব্য
জেলার খবর