মেকানিকের মেয়ে দেশসেরা!

১৬ ফেব্রুয়ারী ২০২১

মহারাষ্ট্রের থানে জেলার মুমব্রার জারিন বেগম ইউসুফ খান পুরনো সিলেবাসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ) ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভারতসেরা হয়েছেন । তার মেকানিক বাবা পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত এবং মা গৃহিণী। 

২৪ বছর বয়সী ওই তরুণী ৬৫ দশমিক ৮৬ শতাংশ নম্বর পেয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তিন ভাই-বোন ও বাবা-মার সঙ্গে মাত্র তিন শ স্কয়ারফুটের একটি বাসায় থাকেন জারিন খান। সারা রাত পড়ার জন্য বাড়ির রান্নাঘর বেছে নিয়েছিল জারিন।  

 ইন্ডিয়া টুডে, ও ডেইলি হান্ট


মন্তব্য
জেলার খবর