মন্তব্য
নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা বারিশা হক বারিশ ফেসবুকে লিখেছেন, 'সকাল আটটায় বের হয়েছিলাম শো শেষ করে প্রায় বারোটায় বাসায় ঢুকলাম। যারা আর্টিস্টদের লাইফ পার্টনার হবেন, আগেই সতর্কবাণী রইল এইসকল বিশেষ দিনে মাইন্ড করা যাবে না। যা-ই হোক, অবশেষে রাত বারোটা এক মিনিটে দেখা হলো আমার ভালোবাসার মানুষটির সঙ্গে। ধন্যবাদ সারা দিন অফিস করে আমার অপেক্ষায় থাকবার জন্য।'
বারিশের হবু স্বামী আলভি রাইহান সীমান্ত এখনো শিক্ষার্থী। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে বিজনেসে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।