চাটমোহরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

০৭ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বেশকিছু কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ‌ ও তার সহযোগী সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল- ৭ মার্চ ( সোমবার) সকালে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পুরাতন বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। এরপর বের হয় র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলের কার্যালয়ে হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

এমএ জিন্নাহ/এমকে

 


মন্তব্য
জেলার খবর