সর্বশেষ ২০০৭ সালের জুনে সর্বশেষ আয়ারল্যান্ড সফর করেছিলো দক্ষিণ আফ্রিকা। সেবার এক ম্যাচ খেলেছিলো তারা। এরপর দীর্ঘ ১৪ বছর পার হয়ে গেছে। ফের আয়ারল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ বছরের জুলাইয়ে সফরে যাবে তারা।
এ সফরে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এ পর্যন্ত ৫ বার মুখোমুখি হলেও এর আগে টি-টুয়েন্টিতে কখনো মুখোমুখি হয়নি দু’দল।
১১, ১৩ ও ১৬ জুলাই মালাহিডে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টিগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৫ জুলাই। মালাহিডে হবে প্রথম টি-টুয়েন্টি, স্টোরমন্টে হবে শেষ দুই টি-টুয়েন্টি।
আয়ারল্যান্ড সফরের বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ বলেন, ‘সফরটি আয়োজন করায় আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানাতে চাই। এই সফরটিতে আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় রচিত হবে। কারণ বিশ্ব ক্রিকেটে এগিয়ে যাওয়া দেশে আমরা ছয় ম্যাচের সফর করতে পারবো।’