নড়াইল সংবাদদাতা
নড়াইল সদর উপজেলার চরসিংঙ্গিয়া গ্রামে সাবু মোল্যা (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাকান্ড ঘটে। সাবু মোল্যা ঘটনাস্থলের পার্শ্ববর্তী কোমখালী গ্রামের বাসিন্দা শফিয়ার মোল্যার ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার আগে সাবু মোল্যা স্থানীয় সিংঙ্গিয়া বাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে তার ওপর ধারলো অস্ত্র দিয়ে হামলা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয় লোকজনই সাবু মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সাবু মোল্যার পরিবারের অভিযোগ- প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল, আলামিনসহ কয়েকজন দুর্বৃত্ত সাবুকে কুপিয়ে হত্যা করেছে। নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এফকে/এমকে