চারঘাটে ছাত্রলীগের মৌন মিছিল

১৬ ফেব্রুয়ারী ২০২১

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী চারঘাটে সভাপতিসহ উপজেলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছেন সংগঠনটির স্থানীয় বাকি নেতাকর্মীরা। মঙ্গলবার  (১৬ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার সারদা বাজার থেকে বের হওয়া  মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে এই ঘটনায় ১০১ জনের নামে মামলা হয়েছে চারঘাট মডেল থানায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, পুলিশ অপরাধীদের চিহিৃত করতে কাজ করছে।   


গত শনিবার (১৩ ফ্রেবুয়ারি) চারঘাট পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর পোষ্টার লাগানোর সময় হামলার শিকার হয় ছাত্রলীগের ওই ৬ নেতাকর্মী। ভুক্তভোগীদের দাবি বিএনপির লোকজন এই হামলা চালায়। হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষার গুরুত্বর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। এই হামলার প্রতিবাদ জানিয়েছেন চারঘাট উপজেলা চেয়ারম্যন ফকরুল ইসলাম, রাজশাহী মহানগর আ’লীগ সাধারন সম্পদাক ডাবলু সরকার, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, পৌর সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী ও একরামু হক, ছাত্রলীগ সম্পাদক রায়হানুল হক, যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনসহ স্থানীয় নেতারা।

ওআইআর/এমকে

 


মন্তব্য
জেলার খবর