ছিনতাইকালে যুবককে গণধোলাই, আহত-৩

০৭ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা)প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ছিনতাইকালে রিমন নামের এক যুবককে চাকুসহ ধরে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে আইনের (পুলিশ) হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে তাকে ধরতে গিয়ে স্থানীয় তিন যুবক আহত হয়েছেন। রোববার (৬ মার্চ) বিকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা এলাকায় চাটমোহর-পাবনা সড়কে এ ঘটনা ঘটে।

রিমন পাবনা শহরের বাঁশবাজার এলাকার রব্বানী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় একাধিক মামলা আছে, সে একজন পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, রিমন ও তার দুই সহযোগি ঘটনাস্থলে ফাঁকা রাস্তায় এক ব্যক্তিকে চাকু দেখিয়ে টাকা কেড়ে নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে পথচারী ও স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় মোটরসাইকেল নিয়ে তার দুই সহযোগি পালিয়ে গেলেও ধরা পড়ে রিমন। এ সময় তার ছুরিকাঘাতে সোহেল, আকাশ ও সেলিম নামের তিন যুবক আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার আগে রিমন ও সহযোগিরা মোটরসাইকেলে সেখানে যায়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রিমনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


এম. এ জিন্নাহ/ এমকে

 

 


মন্তব্য
জেলার খবর