রামেক হাসপাতাল থেকে নারীসহ ১৭ ব্যক্তি আটক

১৭ ফেব্রুয়ারী ২০২১

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীসহ ১৭ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার- দুই দিনে হাসপাতালটির বহিঃবিভাগ ও জরুরী বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হাসপাতালটিতে চিকিৎসাসেবা সংক্রান্ত দালাল চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আটকরা হচ্ছেন- জেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা হাসিবুল ইসলাম ও বাদল, ডিংগাডোবার সুর্য, কাজিহাটার  প্রসাদ দাস ও সুমন আলী, বহরমপুর ব্যাংক কলোনীর জুলমত, লক্ষীপুর টিবি রোডের আব্দুল জলিল রাজা, মেডিকেল কোয়াটারের সাইদুর রহমান বাবু, বহরমপুর লাইন এলাকার রিয়াজ, আইডি বাগানপাড়ার সঙ্গীত, সিপাইপাড়ার  সেন্টু রায়, আলীগঞ্জের নূর হোসেন নাইম, হাদির মোড়ের বাবু, বুথপাড়া হরিজন কলোনীর স্বাধীন টিপু, রায়পাড়ার আরিফ, হোটেল ফালগুনী লক্ষীপুরের রনি শেখ ও সলুয়া গ্রামের রোজিনা খাতুন।     


আরএমপি জানায়, দীর্ঘদিন ধরে আটকরা রোগী ও তাদের আত্বীয়-স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তাদের ফাঁদে পা না দিলে নানাভাবে ভীতি সৃষ্টি করতেন। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

ওআইআর/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর