আগ্নেয়গিরির ভয়ংকর অগ্ন্যুৎপাত

১৭ ফেব্রুয়ারী ২০২১

ইতালির দক্ষিণের সিসিলি শহরের কাতানিয়ায় মাউন্ট এটনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রায় ১০ হাজার ফুট উঁচু এই আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে লাভা। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে স্থানীয় বিমানবন্দর। 

ইতালির দক্ষিণের সিসিলি'র কাতানিয়ায় মাউন্ট এটনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বরফে ঢাকা প্রাকৃতিক আগ্নেয়গিরিটি থেকে এ বছর তীব্রভাবে অগ্ন্যুৎপাত হচ্ছে।

ইতালিতে তিনটি প্রধান সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। প্রায় ১০ হাজার ফুট উঁচু এই আগ্নেয়গিরি। এটি আফ্রিকা প্লেট ও ইউরোশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। 


মন্তব্য
জেলার খবর