গানের স্রষ্টা আলী হোসেন আর নেই

১৭ ফেব্রুয়ারী ২০২১

‘আরে ও প্রাণের রাজা’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে’ সহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টার আলী হোসেন আর নেই। যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন তিনি।

দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন আলী হোসেন। ঢাকায় তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছিল তাকে। এ সুরকার ও সংগীত পরিচালকের মরদেহ ঢাকায় আনা হবে না। তার একমাত্র ছেলে আসিফ পরিবারসহ বোস্টনে থাকেন। সেখানেই তাকে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মন্তব্য
জেলার খবর