প্রেম করছেন ঋত্বিকা!

১৭ ফেব্রুয়ারী ২০২১

সুরিন্দর ফিল্মসের ব্যানারে  ‘মিসকল’ সিনেমাটি নির্মাণ করেছেন রবি কিনাগি। ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘মিসকল’। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার এবং টাইটেল গান।

ট্রেলারে টানটান উত্তেজনা দেখা গেছে। মিসকল থেকে প্রেম শুরু হয় সোহম-ঋত্বিকার। ক্রমেই বাড়তে থাকে তাদের কথা মাত্রা। হঠাৎ একদিন গল্প মোড় নেয় ভিন্ন দিকে। শুরু হয় সাসপেন্স। গল্পে আসে প্রেম, ড্রামা, ইমোশন আর রহস্যের মিশ্রন। শেষ পর্যন্ত গল্প কোন দিকে যাবে তা এখনই বলতে নারাজ সোহম।

ঋত্বিকা-সোহম জুটি থেকে দর্শক কী পাবে? কলকাতার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে সোহম বলেন, আমাদের জুটি থেকে একটা ফ্রেশ ফিল পাবে দর্শক। এর আগে আমরা ‘জিও পাগলা’  নামে কমেডি সিনেমায় অভিনয় করেছি। ঋত্বিকা খুবই ভালো অভিনেত্রী। একটা মিষ্টি মেয়ে। আশা করি, আমাদের দর্শক পছন্দ করবে।

 


মন্তব্য
জেলার খবর