আমি ব্যক্তিগত কুৎসা করতে চাই না : প্রিয়াঙ্কা

১৭ ফেব্রুয়ারী ২০২১

২০১৬ সালে অধ্যায়ে প্রেম বিচ্ছেদ নিয়ে কারও নাম প্রকাশ না করে বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘পিছনে তাকালে মাঝে মাঝে অবাক হই। সম্পর্কে থাকার সময় নিজের সবটুকু দিয়েছিলাম।

সেই সম্পর্ক ছিল জনপ্রিয় কয়েকজন মানুষের সঙ্গে। আমি ব্যক্তিগত কুৎসা করতে চাই না। তাই কারও নাম নিলাম না। এখন আমিও বিবাহবন্ধনে। আর তাদের তো সন্তানও রয়েছে। তবে মাঝে মধ্যে মনে হয়, আগে কি আমি সম্পর্কগুলোকে বুঝতে পারতাম না...।’

মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে সংসারী হয়েছেন প্রিয়াঙ্কা। দারুণ চলছে তাদের সংসার জীবন। তবে অতীত ভুলতে চান না প্রিয়াঙ্কা। তাই তার আত্মজীবনীতে তুলে ধরেছেন অতীতের বিভিন্ন ঘটনা।  বিশেষ করে তার প্রেম বিচ্ছেদ।

এইসময়


মন্তব্য
জেলার খবর