বিভিন্ন সময় নানা ইস্যুতে ট্রলের শিকার হয়েছেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ট্রল এক ধরনের সাইবার অপরাধ উল্লেখ করে মেহজাবীন বলেন, ‘যারা ট্রল করছে তাদের ধরে সাজা দিন। ট্রল নারী শিল্পী এবং তাদের পরিবারের ওপর প্রভাব ফেলে। যারা ট্রলের শিকার হন, তারা কষ্ট পান। তাদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।’
দেশীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়েও কথা বলেন এ সুন্দরী। কেন বিনোদন অঙ্গনের অনেক নায়িকা প্রেম, বিয়ে গোপন রাখেন? এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, ‘আমি বিয়ে করিনি, গোপনও রাখিনি। এর উত্তর আমি দিতে পারব না। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। যদি কেউ দর্শকের কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত হবে ভুল। কারণ, আমাদের অঙ্গনে অনেকেই আছেন যারা বিয়ের পরও কাজ দিয়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে গেছেন।’