সাংবাদিকদের মিষ্টি খাওয়ালেন দিয়া

১৭ ফেব্রুয়ারী ২০২১

বিয়ের পর হাতজোড় করে বেরিয়ে আসেন দিয়া মির্জা। এরপর চিত্র সাংবাদিকদের নিজের হাতে মিষ্টি খাওয়ান। শুধু তাই নয়, বিয়ের পর 'স্যার' কোথায় বলে বৈভব রেখির খোঁজ করেন অনেকে। যার উত্তরে স্যার (বৈভব রেখি) অত্যন্ত লাজুক বলে মন্তব্য করতে শোনা যায় বলিউড অভিনেত্রীকে।

সাহিল সাঙ্ঘির সঙ্গে বিচ্ছেদের পর বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। সাহিল সাঙ্ঘির সঙ্গে বেশ কয়েক বছর সংসারের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।  বিচ্ছেদের পর কডাউনের মধ্যে মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জা সম্পর্কে জড়ান।  লকডাউনের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে শুরু করে।


মন্তব্য
জেলার খবর