রামপালে চিরকুট লিখে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

০৭ মার্চ ২০২২

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে চিরকুট লিখে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে রিপন পাল নামের এক যুবক ৷ রোববার (৬ মার্চ) রাতে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে ৷ রিপন পাল ওই গ্রামের কানদেব পালের ছেলে।

স্থানীয়রা এবং পুলিশ জানায়, রিপন পাল রামপাল কলেজে লেখাপড়া করতো, পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছিল৷ কিন্তু প্রত্যাশিত চাকরি না পেয়ে সপ্তাহখানেক আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ নেয় সে।  ঘটনার রাতে সে বাড়ির পাশের একটি আমগাছে রশি দিয়ে ফাঁস নেয়। এ সময় তার পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন বলেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মর্মে লিখিত একটি চিরকুট পাওয়া গেছে ৷ ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণে সে আত্মহত্যা করেছে ৷ লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে ৷

অমিত পাল/এমকে

 

 

           


মন্তব্য
জেলার খবর