মন্তব্য
পুরো শহরে দূষণের চিহ্নমাত্র থাকবে না! বিলাসবহুল জীবনযাপনের সব উপকরণই মিলবে ভবিষ্যতের এই শহরটিতে। রাতের আঁধার কাটাতে আকাশে থাকবে কৃত্রিম চাঁদ, চলবে উড়ন্ত ট্যাক্সি, বাড়িঘর পরিষ্কার করবে রোবটেরা। এমন উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছে সৌদি আরব।
মেগা এই শহরের নাম দেওয়া হয়েছে ‘নিঅম’। সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে লোহিত সাগরের তীরে গড়ে উঠছে সেটি। নির্মাতাদের দাবি, প্রায় ৩৩টি নিউইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার।
নিঅম প্রকল্পের আওতায় শহরের মধ্যে থাকবে আরেকটি শহর। ১০০ মাইল দীর্ঘ বিলাসবহুল এই এলাকাকে ডাকা হবে ‘দ্য লাইন’ নামে। সেখানে বসবাস করতে পারবেন ১০ লাখের বেশি মানুষ।
বিবিসি বাংলা