টিকা পায়নি ১৩০ দেশ

১৮ ফেব্রুয়ারী ২০২১

করোনা মহামারি মোকাবিলায় বেশ কয়েকটি দেশে কোভিডের টিকাদান কর্মসূচি চলছে। যদিও এখনো ১৩০টি দেশে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া শুরু হয়নি। এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুতেরেস।

বুধবার (১৭ জানুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে বিষয়টি জানান। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস। বলেন, টিকা সুষম বন্টনই সবচেয়ে জরুরি। যত দ্রুত সম্ভব প্রতিটি দেশ যেন ভ্যাকসিন পায় বিষয়টি নিশ্চিত করতে হবে।


মন্তব্য
জেলার খবর