বন্দিশালায় জিম্মি দুবাইয়ের রাজকুমারী

১৮ ফেব্রুয়ারী ২০২১

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাকতুম বাবার বন্দিশালায় জিম্মি বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি ভিডিওতে নিজের বন্দিদশার কথা জানান রাজকুমারী লতিফা। এসময়, বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। এদিকে, রাজকুমারীকে জিম্মি ও নির্যাতনের ঘটনায় দুবাই শাসকের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

ভিডিওতে লতিফা বলেন, আমি এখানে জিম্মি অবস্থায় রয়েছি। এই ভিলাটি বন্দিশালায় রূপান্তর করা হয়েছে। এখানকার সব দরজা ও জানালা বন্ধ। আমি কোনো জানালাই খুলতে পারছি না। আমাকে কোন ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না, মোবাইলে চার্জ দিতে পারছি না। আমাকে কোন অবস্থাতেই বের হতে দেয়া হয় না, দুবাই ছাড়তেও দেয়া হচ্ছে না।


মন্তব্য
জেলার খবর