মন্তব্য
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনায় ফি দিতে না পারায় দরিদ্র, অসহায় বৃদ্ধার প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম কেটে দিয়েছেন এক চিকিৎসক।
অভিযুক্ত চিকিৎসকের নাম জ্যোতির্ময় দাস। তিনি কালনা মহকুমা হাসপাতালের সাবেক চিকিৎসক। ফি দিতে না পারায় কালনার নান্দাই গ্রামের মালতী দেবনাথের প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম কেটে দেয়ার অমানবিক ঘটনা জানাাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
:আনন্দবাজার পত্রিকা ও জিনিউজ