ইবোলা সতর্কতা দিলো ডব্লিউএইচও

১৮ ফেব্রুয়ারী ২০২১

৬ আফ্রিকান দেশকে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচও-র মুখপাত্র মার্গারিট হ্যারিস এ সতর্কতা জারি করেন। তিনি বলেন, কেবল কোভিড-১৯ নয়, ওই অঞ্চলে ইবোলাও ঝুঁকির কারণ হয়ে উঠছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারিট হ্যারিস জানান, ইবোলা ভাইরাস আশপাশের দেশগুলোতেও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিয়েরালিওন, লাইবেরিয়াসহ ছয় দেশকে এরই মধ্যে সতর্ক করেছি। দেশগুলো দ্রুত সম্ভাব্য সংক্রমিত বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করতে কাজ করছে। ভাইরাসটি কেবল মানুষের মধ্যেই নাকি প্রাণীদের মধ্যেও ছড়াচ্ছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।

ডব্লিউএইচও ও সিএনএন


মন্তব্য
জেলার খবর